Pages

Saturday, March 31, 2012

অ্যাকুরিয়ামে মাছ পালন

অ্যাকুরিয়ামে মাছ পালন মনিরুজ্জামান কবির সমপ্রতি অ্যাকুরিয়ামে বাহারি রঙবেরঙের মাছ পালন জনপ্রিয় হয়ে উঠেছে। নিতান্তই শখের বশে যারা অ্যাকুরিয়ামে মাছ পালন করতে ভালোবাসেন তাদের বলা হয় অ্যাকুরিস্ট। ইট, পাথর, সিমেন্টে গড়া ভীষণ ব্যস্ত নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থায় এক পলকের জন্য হলেও চোখ আটকে যায় ড্রইংরুম কিংবা বেডরুমের অ্যাকুরিয়ামে ওপর।
অ্যাকুরিয়াম হলো কৃত্রিম জলাধার যাতে জলজ উদ্ভিদ এবং অন্য উপকরণ স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে বাহারি মাছ পালন, সংরক্ষণ ও প্রদর্শন করা যায়। অ্যাকুরিস্টদের মূল উদ্দেশ থাকে আনন্দ লাভ কিংবা ঘরের শোভাবর্ধন করা, তাই কাচের শিট দিয়েই কৃত্রিম জলাধার তৈরি করা ভালো। কৃত্রিম জলাধার হতে হবে আয়তাকার কিংবা বর্গাকার। গোলাকার জলাশয়ে মাছ চলাচলে স্বাচ্ছন্দ্যবোধ করে না এবং বিকৃত দেখা যায়।
অ্যাকুরিয়ামে তৈরি খুব জটিল কাজ না হলেও তৈরিতে বেশ যত্নবান হতে হয়। বাড়িতে স্থাপনের জন্য একটি অ্যাকুরিয়ামের আকার হবে ১৮ থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত। মাছ পালনে একেবারে নবীন হলে ২৪, ১২, ১২ বা ৩০, ১৫, ১৫ ইঞ্চি আয়তনের অ্যাকুরিয়াম দিয়ে শুরু করা যেতে পারে।
কাচের অ্যাকুরিয়ামে তৈরিতে চারটি কাচের শিট গাম দিয়ে জোড়া লাগিয়ে একটি আয়তাকার ক্ষেত্র তৈরি করা হয়। নিচে একটি কাঠের শিট লাগিয়ে একটি সম্পূর্ণ স্বচ্ছ ট্যাংক তৈরি করা হয়। কাচ জোড়া লাগানোর জন্য সিলিকন গাম ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে এমন কাচ ব্যবহার করতে হবে যা অ্যাকুরিয়ামের ভেতরের পানির চাপ সহ্য করতে পারে। অ্যাকুরিয়ামের আকার ভেদে ৪ মিলিমিটার থেকে ১০ মিলিমিটার পুরু কাচ ব্যবহার করা যেতে পারে। অ্যাকুরিয়ামের পানি ধূলিকণা, ময়লা ও দূষণমুক্ত রাখতে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা কাঠ দিয়ে ঢাকনা তৈরি করা যায়। ঢাকনা আলো বা বাতি সংযোজনের জন্য বৈদ্যুতিক প্লাগ লাগাতে হবে।
নুড়িপাথর অ্যাকুরিয়ামে মূলসহ উদ্ভিদকে আবদ্ধ রাখে এবং অণুজীবের জন্য বায়োটোন হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। অনেক নুড়ি পানিতে ধীরে ধীরে গলে যায়। অনেক নুড়িতে দ্রবণীয় ধাতব আকরিক থাকে। এ বৈশিষ্ট্যধর্মী নুড়ি অ্যাকুরিয়ামে ব্যবহার উচিত নয়। স্নেট, গ্রানাইট এবং ব্যাসাল্ট অ্যাকুরিয়ামে ব্যবহার উপযোগী আকরিক।
মাছ পালনের প্রথম এবং প্রধান উপাদান পানি। অ্যাকুরিয়ামে বৃষ্টি, পুকুর ডোবা ও ওয়াসার পানি ব্যবহার করা যায়। তবে পানিতে যেন কোনো রোগ জীবাণু, অণুজীব এবং রাসায়নিক পদার্থ না থাকে সে জন্য পানি সূক্ষ্ন ছিদ্রযুক্ত কাপড় দ্বারা কয়েকবার ছেকে নিয়ে ট্যাংকে ঢালতে হবে। ওয়াসার পানি না ব্যবহার করাই ভালো। কারণ ওয়াসার পানিতে ক্লোরিন থাকে। ক্লোরিন মাছের ফুলকা পচা এবং মৃত্যুর কারণ হতে পারে। বিশুদ্ধ পানি বর্ণহীন। কোনো কারণে পানির বর্ণ ঘোলাটে, লালচে বা সবুজ এবং পানিতে গন্ধ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে হবে।
অ্যাকুরিয়ামকে জলজ বাগানও বলা হয়ে থাকে। বাহারি মাছের জীবনযাত্রার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে জলজ উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে পাওয়া যায় এবং অ্যাকুরিয়ামে লাগানোর উদ্ভিদ কয়েকটি জলজ উদ্ভিদের নাম হলো কুটিপানা, পাতা ঝাঝি, ক্ষুদিপানা, টোপাপানা, উল্কিপানা, ঘেচু, ঝাউ ঝাঝি, ইন্ডিয়ান ফার্ন, পাতা শেলা জাভা মস। উলি্লখিত উদ্ভিদগুলোর আবাসস্থল হলো পুকুর, খাল, বিল ও নদী।
সুস্থ সবল মাছ বাছাই করতে হবে। এদের চেনার উপায় হলো, এরা স্বাচ্ছন্দ্যে পানির যে কোনো স্থানে যাতায়াত করতে পারে। সুন্দর করে সুষ্ঠুভাবে অ্যাকুরিয়ামে উপস্থাপন করতে হলে উপরিস্তর, মধ্যস্তর এবং নিম্নস্তরের মাছ এক সঙ্গে ছাড়তে হবে। অ্যাকুরিয়ামে পালন উপযোগী কয়েকটি মাছের নাম দেয়া হলো। ঈযধৎধপরফধপ গোত্রের কয়েকটি মাছ রেড নোট টেট্রা (জবফ হড়ংব ঃবঃৎধ) ফেম টেট্রা (ঋষধস ঃবঃৎধ), গোললাইট টেট্রা (এষড়ষিরমযঃ ঃবঃৎধ), সার্পে টেট্রা (ঝবৎঢ়ধব ঃবঃৎধ), নিওন টেট্রা (ঘবড়হ ঃবঃৎধ), কঙ্গো টেট্রা (ঈড়হমড় ঃবঃৎধ) ইত্যাদি। অ্যাকুরিয়ামের আকার অনুযায়ী মাছের আকার ও সংখ্যা নির্ধারণ করতে হবে।
অ্যাকুরিয়ামের মাছের জন্য আধুনিক প্রক্রিয়াজাত খাবার দেয়াই ভালো। খাবারের বৈচিত্র্যতা মাছ পছন্দ করে। অ্যাকুরিয়ামে শুকনো খাবারের সঙ্গে জীবন্ত পরিবেশন করা যেতে পারে। জীবন্ত খাবার জলজ ও স্থলজ দু'ধরনের হতে পারে। অ্যাকুরিয়ামের স্বাদু পানির মাছের জন্য ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বোত্তম।
অ্যাকুরিয়ামের সুষ্ঠু ব্যবস্থাপনার সঠিক পরিমাণ আলো প্রয়োজন। ৩০ সেন্টিমিটার লম্বা একটি অ্যাকুরিয়ামে প্রয়োজনীয় আলো সরবরাহের জন্য ৩০ সেন্টিমিটার আকারের (২০ ওয়ার্ট) একটি টিউবই যথেষ্ট। ট্যাঙ্কের আকার ৫০ সেন্টিমিটার হলে ওই আকারের দুটি টিউব প্রয়োজন হয়।
অ্যাকুরিয়ামে নিজে তৈরি কিংবা বাজার থেকে কিনতে পারেন। ঢাকার কাঁটাবন এলাকায় গড়ে ওঠা পশুপাখির মার্কেটে অ্যাকুরিয়ামে দরকারি যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন। তাছাড়া ফার্মগেট, শ্যামলী, মতিঝিল ও উত্তরা এলাকা থেকে অ্যাকুরিয়াম ক্রয় করতে পারবেন। আকার ও আয়তন ভেদে দরদামেও রয়েছে ভিন্নতা।

Source: http://www.jjdin.com 

Friday, March 30, 2012

পুরানো বিছানার চাদরের নতুন ব্যবহার!

পুরানো বিছানার চাদরের নতুন ব্যবহার!

- Nusrat Sharmin Liza



শখ করে কেনা বিছানার চাদরটা পুরানো হয়ে গেছে? কিন্তু ফেলে দিতেও তো মায়া লাগছে। এক দিকে সামান্য একটু করে ছেঁড়া আছে ঠিকই, িন্তু পুরো চাদরটাই নতুন রয়ে গেছে। এরকম অবস্থায় পুরোনো চাদর টা ফেলে না দিয়ে অনেক কাজে লাগিয়ে ফেলতে পারেন। পুরানো চাদর ব্যবহার করে অনেক নিত্য ব্যবহার্য জিনিস বানানো যায়। আসুন দেখে নেই পুরানো চাদরকে নতুন করে কিভাবে ব্যবহার করা যায়।
  • পুরানো চাদর কেটে বালিশ বা কোলবালিশের কভার বানিয়ে নিতে পারবেন। সুন্দর প্রিন্ট হলে কুশন কভার বানানো যায়।
  • পুরানো চাদর কেটে কিচেন অ্যাপ্রন বানিয়ে ফেলুন। কিচেন অ্যাপ্রন তো এমনিতেও ময়লা হয়ে যায় তেল ঝোলের দাগে। তাই নতুন কাপড় ব্যবহার না করে পুরাতন চাদর দিয়েই কিচেন অ্যাপ্রন নিয়ে ব্যবহার করুন।
  • পুরানো চাদর কেটে সেলাই করে জানালার পর্দা বানিয়ে ফেলতে পারেন। বৈচিত্র্য আনতে হলে কন্ট্রাস্ট কালারের বর্ডার দিয়ে দিন চারধারে।
  • পুরানো চাদর কোনা করে কেটে কেটে কিচেন টাওয়েলের বিকল্প হিশেবে ব্যবহার করতে পারেন। ঘর মোছার কাজেও ব্যবহার করযায়।
  • পুরানো চাদর বেশ কয়েক ভাজ দিয়ে ধার সেলাই করে পোষা প্রানীর গায়ে দেয়ার কম্বল বানিয়ে দিতে পারেন।
  • ঘর রঙ করা,পেইন্টিং করার সময় বা ক্রাফট বানানোর সময় ফ্লোর পরিষ্কার রাখার জন্য পুরানো চাদরকে ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করা যায়।
  • স্টোর রুমের ফার্নিচ ঢাকার জন্য পুরানো চাদর ব্যবহার করা যেতে পারে।
  • পুরানো চাদর কেটে ধারে সেলাই করে উপরে হ্যান্ডেল লাগিয়ে বাজারের ব্যাগ বানিয়ে ফেলুন। পলিথিনের ব্যাগ ব্যবহার না করে এই ব্যাগ অনেকবার নিতে পারবেন বাজারে।
  • পুরানো বিছানার চাদর ভাঁজ করে পাশে মাঝে সেলাই দিয়ে পা মোছার পাপোষ বানিয়ে নিতে পারেন। ময়লা হয়ে গেলে ধুয়ে নিতে পারবেন বার বার।
  • আয়রন টেবিলের কভার বানাতে পুরানো চাদর ব্যবহার করা যেতে পারে।
  • পিকনিকে গেলে মাঠে বিছানোর জন্য ব্যবহার করতে পারেন।
  • পুরানো চাদর কেটে সেলাই করে কোমরে ইল্যাস্টিক লাগিয়ে স্কার্ট বানিয়ে ফেলতে পারেন।
  • গাড়ি মোছার কাজে পুরানো বেডশিট ব্যবহার করতে পারেন।
পুরোনো চাদর নতুন করে ব্যবহার করলে আপনার অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি ঘরেও বৈচিত্র্য আসবে। এবার আপনার পছন্দের পুরানো চাদরটিকে তাহলে নতুন রূপে ব্যবহার শুরু করে দিন।
 

Source: http://www.priyo.com

Tuesday, March 27, 2012

বাহারি ল্যাম্পশেড

বাহারি ল্যাম্পশেড

আলো-অন্ধকারে যাই মাথার ভিতরে
স্বপ্ন নয়_ কোন এক বোধ কাজ করে।
জীবনানন্দ দাশ কবিতায় আলো-অন্ধকারের মিশ্র অনুভূতি ব্যক্ত করেছেন। আলো-ছায়ার মিশ্রণে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। যা মনকে বিশেষায়িত করে। আগেকার জমিদাররা বাতির ওপরে নানা রকম কাচের ঢাকনা ব্যবহার করতেন। এতে তাদের আভিজাত্য ভাবটি ফুটে উঠত। বর্তমানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আলোর ঢাকনা বা ল্যাম্পশেড ব্যবহার করা হয়। এতে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি আভিজাত্যের দিকটিও থাকে। বিদ্যুৎ বাতির ওপর বাহারি ধরনের ঢাকনা ব্যবহার করা হয়। আইডিয়া ক্রাফটসের পরিচালক শ্যামল চন্দ্র শাহ বলেন, আলো ও ছায়ার মিলন পৃথিবী সৃষ্টির শুরু থেকে। দিনের বেলায় কৃত্রিম আলোর প্রয়োজন তেমন হয় না। রাতে আলোর প্রয়োজন অনেক। আর এই আলোকে নান্দনিক করতে ল্যাম্পশেডের জুড়ি মেলা ভার। চাইলে ল্যাম্পশেড সুন্দরভাবে উপস্থাপন করে ঘরের বৈচিত্র্য আনা সম্ভব। নানা ধরনের ল্যাম্পশেড হয়ে থাকে_
স্ট্যান্ড ল্যাম্পশেড, ঝুলন্ত ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্পশেড। স্ট্যান্ড ল্যাম্পশেডগুলো আকারে একটু বড় হয়। এতে জায়গার প্রয়োজন হয় বেশি। ঘরের জায়গা কম থাকলে ঝুলন্ত ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্পশেড ব্যবহার করা যায়। শোবার ঘরে টেবিল ল্যাম্পশেড রাখতে পারেন। ড্রইং রুমে ঝুলন্ত বা স্ট্যান্ড ল্যাম্পশেড মানানসই। শ্যামল চন্দ্র শাহ বলেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী বাতির ঢাকনা তৈরি করে দেওয়া হয়। নানা রকম বর্ণিল ঢাকনা পাওয়া যায় আইডিয়া ক্রাফটস্, আড়ং, যাত্রা, নন্দন কুটির প্রভৃতি প্রতিষ্ঠানে। কাপড় কেটে তাতে হাতের কাজ বা জোড়া দিয়ে ঢাকনা তৈরি করা হয়। কাপড়ের ঢাকনার মধ্যে নানা নকশা পাওয়া যায়। দাম পড়বে ১ হাজার ২৫০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন রকমের সুতা পেঁচিয়ে তৈরি করা হয় বাতির ঢাকনা।
সুতার তৈরি বাতির ঢাকনা বা ল্যাম্পশেডগুলো দেখতে বেশ নান্দনিক। সুতার ল্যাম্পশেডের চাহিদা বেশ। দাম পড়বে ৫৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কাগজ দিয়ে তৈরি ঢাকনাও পাওয়া যায়। দাম ৩৫০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বাঁশ, কাঠ, বেতের ল্যাম্পশেডের দাম পড়বে ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া ফ্লোর ল্যাম্পশেড, নারকেলের খোসার তৈরি ল্যাম্পশেড, মাটির ল্যাম্পশেডও পাওয়া যায়। কারুকার্যময় বর্ণিল ল্যাম্পশেডগুলো ঘরের সৌন্দর্যে এক আলাদা মাত্রা যোগ করে। সেভেন কাইটস্ প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইনার সুব্রত বিশ্বাস বলেন, ল্যাম্পশেড ব্যবহার ক্ষেত্রে ঘরের আকার ও ঘরের রঙকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। বসার ঘরের ক্ষেত্রে হালকা রঙের ল্যাম্পশেড বেছে নিন। শোবার ঘরে গাঢ় নীল, সবুজ, লাল, হলুদ, ধূসর, নীলাভ ধূসর, ঘন সবুজ ধরনের ল্যাম্পশেড বেছে নিতে পারেন। বাচ্চাদের ঘরে ঝুলন্ত ল্যাম্পশেড ব্যবহার করুন। ল্যাম্পশেড যাতে বাচ্চাদের নাগালের বাইরে থাকে সে ব্যাপারে সতর্ক থাকুন। ল্যাম্পশেডের রঙ নির্বাচনে গোলাপি, নীল, বেগুনি, কমলা উজ্জ্বল রঙ ব্যবহার করা যেতে পারে। দেশি উপকরণ দিয়ে তৈরি ল্যাম্পশেডের চাহিদা প্রচুর। বাতির ওপর বাহারি ঢাকনার ব্যবহারে ঘরের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। কৃত্রিম উপকরণ আলোকে নতুন মাত্রা দেয়। খেয়াল রাখবেন, ঘরের সঙ্গে ল্যাম্পশেডটি যাতে মানানসই হয়।
লেখা : মাসুদ রানা  Source: http://www.samakal.com.bd 

Wednesday, March 21, 2012

ধুলোবালিমুক্ত ঘরের জন্যে

ধুলোবালিমুক্ত ঘরের জন্যে
 ০০ লরা খন্দকার ০০

শুধু রুচিশীলতার জন্যেই নয়, সুস্থতার জন্যেও চাই পরিষ্কার-পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতার বিষয়টি যদি ঘরের সঙ্গে সংশিস্নষ্ট হয়, তা হলে তো কোনো কথাই নেই। পরিচ্ছন্ন রাখতেই হবে। নইলে রোগ-জীবাণুতো বাসা বাঁধবেই, বাইরের যারাই বাসায় আসবে, তারা ছি ছি করবে। তাই এই মুহূর্ত থেকেই মনোযোগী হোন আপনার ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন তথা ধুলোবালিমুক্ত রাখার ব্যাপারে।

যা করতে হবে

০০ সবসময় দরজা খোলা না রাখাই ভালো। বিশেষ করে আপনার ঘরটি যদি নিচতলায় হয়, বিনা কারণে দরজা খোলা রাখবেন না। কারণ, যত বেশি সময় ধরে দরজা খোলা রাখবেন, ঘরে ততই বাইরের ধুলো-ময়লা এসে ঢুকবে। আপনার আসবাবপত্রে ময়লার স্তর ফেলে দেবে।

০০ যে সময়টুকু দরজা খোলা রাখবেন, সে সময়েও যাতে ধুলোবালি ঘরে প্রবেশ করতে না পারে, সেজন্যে দরজায় মোটা পর্দা ঝুলিয়ে দিন। জানালা দিয়েও ধুলো- ময়লা ঢোকে। আর জানালা ইচ্ছে করলেই দরজার মতো বন্ধ রাখা যায় না। তাই, জানালায়ও অবশ্যই পর্দা ব্যবহার করবেন। আর মোটা পর্দা ব্যবহার করবেন এই জন্যে, যাতে বাতাসের কারণে এটা উড়ে না যায়।

০০ পরিবারের সদস্য এবং বাইরের লোকজনের আসা যাওয়ার কারণে ঘরের মেঝেতে ধুলোবালি জমে। এই ধুলোবালি শুধু ঝাড়- দিয়ে পরিষ্কার করলেই চলবে না। ঝাড়- দিয়ে পরিষ্কারের পর ছেড়া কাপড় ভিজিয়ে মুছে নিতে হবে। আর ছেড়া কাপড়টি ভেজাতে হবে ডেটল কিংবা স্যাভলনযুক্ত পানিতে। এতে ঘরের মেঝে পরিষ্কার হওয়ার পাশাপাশি জীবাণুমুক্তও হবে। যা পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্যে জরুরি।

০০ আপনার বাসায় যদি কার্পেট থাকে, তা হলে সেই কার্পেটও নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ, কার্পেটে ময়লা জমলে সেটা হয়ে যায় আরো বেশি দৃষ্টিকটু এবং নোংরা। কার্পেট পরিষ্কারের জন্যে ব্রাশ ব্যবহার করা যেতে পারে। নিয়মিত ব্রাশ দিয়ে কার্পেট পরিষ্কার করলে ধুলো-ময়লা জমার সুযোগ পাবে না। মনে রাখতে হবে, কার্পেটের ধুলো শুধু অপরিচ্ছন্নতার কারণই নয়, এতে এলার্জিও হতে পারে।

০০ আসবাবপত্রে যেসব ধুলোবালি জমে সেগুলো অনেকেই ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে থাকেন। এটা একদমই ঠিক নয়। কারণ, ভেজা কাপড় দিয়ে আসবাবপত্র পরিষ্কার করতে গেলে সেগুলোর রং নষ্ট হয়ে যেতে পারে। তাই ,এমন কিছু দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে রঙের কোনো ক্ষতি না হয়। এরজন্যে মোরগের পালকের তৈরি ঝাড়- ব্যবহার করা যেতে পারে। এগুলো বেশ মোলায়েম এবং আসবাবপত্র বান্ধব। বাজারে খুব অল্প দামেই এসব ঝাড়- কিনতে পাওয়া যায়।

০০ শোপিস কিংবা কাঁচের অন্যান্য জিনিসপত্র মোছার জন্যে বাজারে বিভিন্ন প্রকার তরল জিনিস পাওয়া যায়। এগুলো দিয়ে মুছে নিলে শোপিস অনেক দিন ধরে পরিষ্কার থাকে। মাটির সামগ্রী পরিষ্কারের জন্যে একটা কাজ করা যেতে পারে। ডিটারজেন্টের পানি দিয়ে সেগুলো মুছে নেওয়া যেতে পারে। এতে এসব সামগ্রীতে কোনো প্রকার রোগ-জীবাণুও থাকবে না। তবে, যেসব মাটির সামগ্রীতে আল্পনা করা থাকে, সেসব পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে, আলপনার যেন কোনো ক্ষতি না হয়। আলপনা পানিতে না ভিজিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। মোছার সময় অবশ্যই জোরে চাপ দেওয়া যাবে না।

০০ কাঠের তৈরি জিনিসপত্রও ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না। সেটি মোরগের পালকের ঝাড়- দিয়ে মোছার পাশাপাশি বসে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করতে হবে। কারণ, কাঠের তৈরি এসব জিনিসপত্রের ফাঁক-ফোকরে অনেক সময় ময়লা জমে থাকে। তবে, নামিদামি কোম্পানির কাঠের জিনিসপত্র মোছার জন্যে উন্নতমানের তরল পরিষ্কারক পাওয়া যায়।

০০ গদিওয়ালা আসবাব পরিষ্কার করাটা একটু ঝামেলার কাজ বটে। তবে, সহজ উপায়ও আছে। গদিওয়ালা আসবাব পরিষ্কারের জন্যে ভ্যাকুয়াম পরিষ্কারক ব্যবহার করতে পারেন। তবে সেটা পরিমাণমতো।

০০ ঘর সাজানোর জন্যে যেসব কৃত্রিম ফুল বা ফুলের গাছ রাখা হয়, সেগুলোতে জমতে পারে ধুলো-ময়লা। তাই, সপ্তাহে কমপক্ষে একদিন এগুলো পরিষ্কার করতে হবে। আর এসব পরিষ্কারের নিয়ম হলো_শ্যাম্পু বা ডিটারজেন্ট পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে এসব ফুল বা ফুলের গাছ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

০০ টেলিভিশনের স্ক্রিন, বইয়ের আলমারি_এসব শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। রেফ্রিজারেটর পরিষ্কারের জন্যে ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। তবে, সেটা অবশ্যই সাবধানে।

০০ কম্পিউটার, প্রিন্টার বা এই জাতীয় অন্যান্য জিনিস মোছার ক্ষেত্রেও শুকনো কাপড় ব্যবহার করুন। আর মোছার সময় খেয়াল রাখুন, যেন কোনোভাবেই কোনো কিছুতে জোরে চাপ না লাগে।

সতর্কতা

০০ এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ভেজা কাপড় দিয়ে মুছতে গেলে মরিচা পড়ে যায়। এই মরিচা পরবতর্ীতে বাড়তে বাড়তে এমন বাজে অবস্থা হয়ে যায় যে, এগুলো একেবারে অকেজো হয়ে পড়ে। তাই, লোহার তৈরি কোনো আসবাব বা অন্যান্য জিনিসপত্র পরিষ্কারের সময় ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না। শুকনো কাপড় দিয়ে মুছতে হবে অথবা মোরগের পালকের ঝাড়- দিয়ে ঝাড়তে হবে।

০০ যাদের বাসা রাস্তার পাশে, তাদেরকে একটু বেশিই সতর্ক থাকতে হবে। এই সতর্কতা আপনাকে পরিচ্ছন্নতার দিক থেকে সাহায্য করবে। অর্থাৎ, আগে থেকে সতর্ক থাকলে পরে আর কষ্ট করে পরিষ্কার করতে হবে না।
 

Sunday, March 18, 2012

Use Some energy saving tips: Save your money, Nation and Planet

Use Some energy saving tips: Save your money, Nation and Planet 

 

Here we give some energy saving tips. These tips are easy enough to do, while others may require more effort and investment, but promise big savings over the years. We encourage you to check out these tips ( also check related energy saving tips in internet) and make improvements today and this year that will contribute to your energy bottom line and make our planet healthier and cleaner!
1) Exterior lighting is one of the best places to use CFLs because of their long life. If you live in a cold climate, be sure to buy a lamp with a cold weather ballast since standard CFLs may not work well below 40°F.
Use CFLs in all the portable table and floor lamps in your home. Consider carefully the size and fit of these systems when you select them. Some home fixtures may not accommodate some of the larger CFLs.
Turn off the lights in any room you're not using, or consider installing timers, photo cells, or occupancy sensors to reduce the amount of time your lights are on.
Install task lighting - such as under-counter kitchen lights or bathroom mirror lights - to reduce the need for ambient lighting of large spaces.
Installing a skylight can provide your home with daylighting and warmth. When properly selected and installed, an energy-efficient skylight can help minimize your heating, cooling, and lighting costs.
2) Turn off your computer and monitor when not in use.
There is a common misconception that screen savers reduce energy use by monitors; they do not. Automatic switching to sleep mode or manually turning monitors off is always the better energy-saving strategy.
Consider buying a laptop for your next computer upgrade; they use much less energy than desktop computers.
To maximize savings with a laptop, put the AC adapter on a power strip that can be turned off (or will turn off automatically); the transformer in the AC adapter draws power continuously, even when the laptop is not plugged into the adapter.
3) Plug home electronics, such as TVs and DVD players, into power strips; turn the power strips off when the equipment is not in use (TVs and DVDs in standby mode still use several watts of power).
4) Start closing your refrigerator. You see, your refrigerator takes a ton of electricity to maintain. By opening it consistently you are using a lot more energy. You can cut on this by closing as soon as you are finished looking.
5) Turn off kitchen, bath, and other exhaust fans within 20 minutes after you are done cooking or bathing; when replacing exhaust fans, consider installing high-efficiency, low-noise models.
6) During the heating season, keep the draperies and shades on your south-facing windows open during the day to allow the sunlight to enter your home and closed at night to reduce the chill you may feel from cold windows. During the cooling season, keep the window coverings closed during the day to prevent solar gain.
7) Never wash dishes or laundry with out a full load. It is just a waste of water and electricity. Instead, make sure that both are always for the the maximum aloud. Then you may turn it on and wash your clothes or dishes. If you are washing a small load, use the appropriate water-level setting.
When shopping for a new clothes dryer, look for one with a moisture sensor that automatically shuts off the machine when your clothes are dry. Not only will this save energy, it will save wear and tear on your clothes caused by over-drying.
8) Drive sensibly. Aggressive driving (speeding, rapid acceleration and braking) wastes gasoline.
Use air conditioning only when necessary.
Keep tires properly inflated and aligned to improve your gasoline mileage by around 3.3%.
Use the grade of motor oil recommended by your car's manufacturer. Using a different motor oil can lower your gasoline mileage by 1%-2%.
Get regular engine tune-ups and car maintenance checks to avoid fuel economy problems due to worn spark plugs, dragging brakes, low transmission fluid, or transmission problems. Replace clogged air filters to improve gas mileage by as much as 10% and protect your engine.
9) Unplug battery chargers when the batteries are fully charged or the chargers are not in use.

 

Related Link: 

১২টি উপায়ে কমান বিদ্যুৎ বিল


Saturday, March 10, 2012

কেনাকাটা: চাদরের শোভা

কেনাকাটাচাদরের শোভা - নাহিদ লিয়া
সারা দিনের ক্লান্তি দূর করতে বিছানাই শেষ ঠিকানা। আর পরিপাটি বিছানায় যদি থাকে সুন্দর একটি চাদর, তাহলে প্রশান্তি মিলবে ষোলো আনাই এবং ঘরের সৌন্দর্যকেও বৃদ্ধি করবে। বাজারে হরেক রকমের বিছানার চাদর পাওয়া যায়, তাই বাজার ঘুরে বেছে নিতে পারেন আপনার পছন্দের চাদরটি।
ধরন : চাদর বিভিন্ন ধরনের পাওয়া যায়। স্ক্রিন প্রিন্ট, ব্লক, বুটিক, রিবন চেক, স্ট্রাইপ নকশিকাঁথার মতো কাজ করা হ্যান্ড অ্যাপলিক, কুরশিকাঁটার এবং এমব্রয়ডারি অ্যাপলিকের চাদর পাওয়া যায়। ব্লক ও বাটিকের চাদরেও এমব্রয়ডারি করিয়ে নেওয়া যায়। নকশিকাঁথার মতো চাদর সাধারণত নকশা করা থাকে। একরঙা চাদরে লাল, সবুজ, মেরুন, গোলাপি, নীলসহ বিভিন্ন রঙের সুতায় ফুল, ফল, পাখি, গাছ ও ঘরের বিভিন্ন নকশা তোলা হয়। ব্লকের চাদর অনেক রঙেরই পাওয়া যায়। আর চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী বাজার থেকে ব্লকের কাজও করাতে পারেন। এতে আপনার মনের মতো চাদরটিই পাবেন।
বাটিকের চাদরগুলো একরঙার ওপর বাটিক করা হয়। তবে দুই রঙের বাটিকও বাজারে পাওয়া যায়। রিবনের চাদর হালকা রঙের এবং এর ওপর বিভিন্ন রঙের রিবন দিয়ে ডিজাইন করা থাকে। রিবনের চাদর দেখতে বেশ গর্জিয়াস। চাদরের সাইডে বা মাঝখানে বিভিন্ন রঙের সুতা দিয়ে কুরশিকাঁটা নকশা করা থাকে। কুরশিকাঁটার চাদর সাধারণত একরঙা হয়ে থাকে। অ্যাপলিকের চাদরে ত্রিকোনা, চারকোনা দাবার কোর্ট, ফুল কলকা বিভিন্ন ডিজাইনের অ্যাপলিক করা থাকে। অ্যাপলিক ও এমব্রয়ডারি চাদরগুলো দেখতে বেশ সুন্দর। স্ক্রিন প্রিন্টের চাদর পাবেন নজরকাড়া সব ডিজাইনের। এসব চাদর সিঙ্গেল ও ডাবল দুই ধরনের পাওয়া যায়। সঙ্গে বালিশের কভার তো থাকছেই।
দরদাম : নকশিকাঁথার চাদর ১০০০- ৫০০০, হ্যান্ড ও এমব্রয়ডারি অ্যাপলিকের চাদর ৭৫০-২০০০, রিবনের চাদর ২০০০ -৭০০০, বাটিকের চাদর ৫০০, ব্লকের চাদর ৪০০-৮০০, কুরশিকাঁটার চাদর ৫০০-১৫০০, এমব্রয়ডারির চাদর ১০০০ - ১৮০০, স্ক্রিন প্রিন্টের চাদর ৫০০-১২০০ টাকা এবং প্রিন্টের গজ ৮০ -৬০০ টাকা।
পাবেন : নিউ মার্কেট, গাউছিয়া, নীলক্ষেত ছাড়াও বিভিন্ন বুটিকসের দোকানে পাওয়া যাবে। এ ছাড়া আড়ং, মাত্রা, নবরূপা ও রংধনুতেও মিলবে সুন্দর সব ধরনের চাদর
 Source: http://www.kalerkantho.com

Friday, March 9, 2012

ঘর সাজাতে কুশন

ঘর সাজাতে কুশনসোফা, ডিভান বা বিছানার জন্য ব্যবহৃত কুশনকভারের কাপড়টা অপেক্ষাকৃত পাতলা হয়। অন্যদিকে মেঝেতে শতরঞ্জি পেতে যে কুশন রাখা হয়, এর কভারের কাপড়টা একটু ভারী ও গাঢ় রঙের হওয়া উচিত-ফাহমিদা মুন  
ঘর সাজাতে কেনা হলো বড় কোনো সোফা। কিন্তু তাতে নেই কোনো কুশন। তাহলে কিন্তু সোফাটি ফাঁকা দেখাবে। আবার এমন হতে পারে, কুশন কিনেছেন কিন্তু তা সোফার সঙ্গে মানাচ্ছে না। এ রকম হলে বিপদ। কুশনকভার গরমের সময় হলে একটু গাঢ় রঙ, আর গরমের তীব্রতা কম হলে অপেক্ষাকৃত হালকা রঙের কুশনকভার ব্যবহার করা যেতে পারে। সোফা, ডিভান বা বিছানার জন্য ব্যবহৃত কুশনকভারের কাপড়টা অপেক্ষাকৃত পাতলা হয়। অন্যদিকে মেঝেতে শতরঞ্জি পেতে যে কুশন রাখা হয়, এর কভারের কাপড়টা একটু ভারী ও গাঢ় রঙের হওয়া উচিত। কুশনকভার কেনার সময় খেয়াল রাখতে হবে, বিছানার চাদর বা পর্দার কাপড়ে কোন ধরনের প্রিন্ট রয়েছে। প্রিন্টের সঙ্গে মিল রেখে কিনলে ভালো দেখাবে।
কুশনের আকার
বসার ঘরের সোফা কিংবা ডিভানে ১৪ বাই ১৪ ইঞ্চির কুশন রাখাই ভালো। তবে আজকাল কিছু কিছু সোফায় ফোমের পরিবর্তে ৩২ বাই ৩২ ইঞ্চির কুশনও রাখা হয়। আবার এই বড় কুশনটার ওপরে রাখা যেতে পারে ছোট কোনো কুশন। সোফার পাশে মেঝেতে পাতা শতরঞ্জিতে রাখা যেতে পারে বেশ কয়েকটা কুশন। প্রথমে ৩২ বাই ৩২, এর ওপর ২২ বাই ২২ ও ১৮ বাই ১৮ ইঞ্চির কুশন একটার ওপরে একটা সাজিয়ে রাখলে ভালো দেখাবে।
শোবার ঘরের বিছানার পাশে ছড়িয়ে-ছিটিয়ে রাখা যেতে পারে কয়েকটা কুশন। শিশুর ঘরে রাখা যেতে পারে কার্টুন আকারের কুশন। হয়তো বিছানার পাশে পেনসিল আকারের কোনো কুশন রয়েছে, তাতে লেখা আছে কোনো ছড়া, এতে ভালো দেখাবে তাদের ঘরটি। ঝুলবারান্দার ছোট বেতের মোড়ায় রাখা যেতে পারে গোলাকার কোনো কুশন।
কোথায় পাবেন
আড়ং, যাত্রা, নিপুণ, পিরাণ, বাংলার মেলা, নগরদোলা, কে-ক্র্যাফট ও নিউমার্কেটে পাবেন বাহারি আকার আর ডিজাইনের কুশন ও কুশনের কভার। এগুলোর বেশির ভাগেই ক্লক, বাটিক ও সুতার কাজ করা। আবার কোনোটিতে জরির সুতা কিংবা চুমকির কাজও করা থাকে। সিল্ক, দুপিয়ান, সুতি আর খাদি কাপড়ের এ কুশন কভারের দামের মধ্যেও আছে ভিন্নতা।