Pages

Friday, February 17, 2012

➽ দূর করুন ঘরের সিগারেটের দূর্গন্ধ

➽ দূর করুন ঘরের সিগারেটের দূর্গন্ধ
বাসায় পার্টি বা দাওয়াত যাই হোক না কেন, এরপর ঘরের পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্বটাও পড়ে আপনারই কাঁধে। অন্যান্য বিষয়ের পাশাপাশি একটা সমস্যা খুব প্রকট হয়ে দাঁড়ায় আর তা হলো সিগারেটের গন্ধ। অতিথিদের সিগারেট খেতে নিষেধও করা যায় না, আবার পার্টি শেষে সিগারেটের গা গোলানো গন্ধে ভরে থেকে সারা ঘর। কি করবেন এমন অবস্থায়? আরও কয়েক ঘন্টা নাক চেপে কাটিয়ে দেবেন এই অবস্থায়, নাকি কয়েকটা উপায়ে তাড়িয়ে দেবেন এই গন্ধ?

তাহলে অনুসরণ করুন নিচের উপায়গুলো-

• ১) ঘরের আনাচে কানাচে পড়ে থাকা সব সিগারেটের টুকরা জড়ো করে ফেলে দিন। সাবধান ঘরেই কোথাও ফেলবেন না যেন!

• ২) ছাই ফেলার অ্যাশট্রে গুলো খালি করুন ও ধুয়ে ফেলুন, যাতে এগুলো থেকেও গন্ধ না ছড়ায়।

• ৩)ঘরের সব জানালা খুলে দিন যাতে খোলা বাতাস চলাচল করতে পারে। এতে দূর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে যাবে অনেকটাই।

• ৪) সবগুলো ফ্যান চালিয়ে দিন। এতে ঘরের গুমোট বাতাস বেরিয়ে গিয়ে দূর্গন্ধ কমে যাবে।

• ৫) কাপড়যুক্ত স্থানগুলোয় ও কোণে কোণে এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন।

• ৬)ঘরে কার্পেট থাকলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিস্কার করে নিন। কারন এতে সিগারেটের ছাই লেগে থাকতে পারে।

• ৭) সবশেষে সিগারেটের গন্ধ একেবারেই কমে এলে ফ্যান ও জানালা বন্ধ করে আপনার পছন্দের সুগন্ধীযুক্ত একটি মোমবাতি জ্বেলে দিন।

ব্যাস, এবারে ১০ মিনিট পর দেখুন সিগারেটের গা গোলানো গন্ধের বদলে আপনার ঘরময় ভেসে বেড়াচ্ছে সতেজতাময় সুগন্ধ। এবার নিশ্চয়ই আর পার্টির নাম শুনলে মন খারাপ বা বিরক্তি লাগবে না। বরং ভাববেন, বন্ধুদের আগামী গেট টুগেদারের পার্টিটা আপনার বাসায়...কেন নয়!!
 Source: National College of Home Economics, University of Dhaka

No comments:

Post a Comment