Pages

Monday, February 27, 2012

একটুখানি বারান্দা

একটুখানি বারান্দা



খাবার ঘরকে বলা হয় পরিবারের সদস্যদের মিলনস্থল। যে যেখানেই থাকুক না কেন সারাদিন, দিনে একবারের জন্য হলেও খাবার টেবিলে পরিবারের অন্যদের সাথে দেখা হয়ে যায়। কিছু কিছু পরিবারে একসাথে বিকেলের বা সন্ধ্যার চা-নাশতা খাবার ব্যবস্থা রাখা হয়। খাবার ঘরে, বসার ঘরে বা বাড়ির সামনে লনে চেয়ার-টেবিল পেতে এই পারিবারিক সময়টুকু সবাই উপভোগ করে।
তবে সব বাড়ির সামনে লন বা আঙ্গিনা থাকে না। বাসায় বারান্দা থাকলে সেখানেও পারিবারিক সময় বা অবসর সময় কাটানোর ব্যবস্থা করতে পারেন। বারান্দার সামনে যদি কোনো সুন্দর দৃশ্য থাকে তাহলে কাচ লাগানোর ব্যবস্থা করতে পারেন, নয়তো সাধারণ গ্রিলই লাগান। এতে বারান্দার নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত হবে। বারান্দায় টবে ফুল পাতাবাহার গাছ লাগাতে পারেন। লতানো কোনো গাছ গ্রিলে তুলে দিন। এতে বাইরের পরিবেশ থেকে কিছুটা আড়াল তৈরি হবে, আবার দেখতেও আকর্ষণীয় হবে। পাখি বা মাছ পোষার অভ্যাস থাকলে তাদের জায়গা দিতে পারেন বারান্দায়। অ্যাকুরিয়ামে রাখতে পারেন রঙ-বেরঙের মাছ। গাছ, মাছ, পাখি মিলিয়ে বারান্দার পরিবেশ হয়ে উঠবে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ।
বারান্দায় চেয়ার-টেবিল পাততে চাইলে আসবাবের উপকরণ একটু সতর্কতার সাথে নির্বাচন করুন। কারণ বারান্দা যেহেতু মোটামুটি খোলা জায়গা তাই রোদ-বৃষ্টি-ধুলায় আসবাব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এজন্য রট আয়রন বা প্লাস্টিকের আসবাবপত্র বারান্দার জন্য উপযুক্ত। কাঠ বা বেতের আসবাব দেখতে সুন্দর হলেও এগুলো বারান্দায় রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি। টি টেবিল চেয়ার আকারে ছোট হওয়াটাই বাঞ্ছনীয়। নয়তো চলাচলে অসুবিধা হবে এবং বেশি বসার জায়গা করা যাবে না। আসবারের রং রাখুন প্রাকৃতিক রঙে। যেমন - সবুজ, বাদামি, বিস্কুট রং ইত্যাদি কালো রঙের আসবাবও রাখতে পারেন। এতে বারান্দার পরিবেশে আসবে বৈপরীত্যের ছোঁয়া।
আপনার ঘরের সাথে লাগোয়া ছোট, ঝুলন বারান্দা বা ব্যালকনিটি হতে পারে আপনার অবসর কাটানোর জায়গা। এখানে টবে রাখতে পারেন গাছ, প্রিয় পাখি অথবা রঙিন মাছের অ্যাকুরিয়াম। এদের পরিচর্যা করতেই কেটে যাবে আপনার অবসর। ব্যালকনিতে রাখতে পারেন দোলনা। দোল খেতে খেতে বই পড়ে বা চা খেয়ে কাটিয়ে দিতে পারেন আপনার অবসর যাপনের সময়গুলো। শিকাতে গাছ ঝুলিয়ে অথবা লতানো গাছ গ্রিলে তুলে দিয়ে মনোরম পরিবেশ তৈরি করতে পারেন আপনার এই ছোট্ট জগতের। আপনার আরাম মানসিক শান্তির কথা মাথায় রেখেই সাজান আপনার ব্যালকনি।
নাগরিক জীবনের টানাপোড়েনে বাড়ির বারান্দা বা ব্যালকনি আমরা শুধু কাপড় শুকানোর কাজে ব্যবহার করে থাকি। কিন্তু এই এক চিলতে জায়গার সৃজনশীল ব্যবহার আপনাকে দিতে পারে অনেকখানি আনন্দ।

- Nusrat jahan champ
http://www.priyo.com

No comments:

Post a Comment