Pages

Friday, March 30, 2012

পুরানো বিছানার চাদরের নতুন ব্যবহার!

পুরানো বিছানার চাদরের নতুন ব্যবহার!

- Nusrat Sharmin Liza



শখ করে কেনা বিছানার চাদরটা পুরানো হয়ে গেছে? কিন্তু ফেলে দিতেও তো মায়া লাগছে। এক দিকে সামান্য একটু করে ছেঁড়া আছে ঠিকই, িন্তু পুরো চাদরটাই নতুন রয়ে গেছে। এরকম অবস্থায় পুরোনো চাদর টা ফেলে না দিয়ে অনেক কাজে লাগিয়ে ফেলতে পারেন। পুরানো চাদর ব্যবহার করে অনেক নিত্য ব্যবহার্য জিনিস বানানো যায়। আসুন দেখে নেই পুরানো চাদরকে নতুন করে কিভাবে ব্যবহার করা যায়।
  • পুরানো চাদর কেটে বালিশ বা কোলবালিশের কভার বানিয়ে নিতে পারবেন। সুন্দর প্রিন্ট হলে কুশন কভার বানানো যায়।
  • পুরানো চাদর কেটে কিচেন অ্যাপ্রন বানিয়ে ফেলুন। কিচেন অ্যাপ্রন তো এমনিতেও ময়লা হয়ে যায় তেল ঝোলের দাগে। তাই নতুন কাপড় ব্যবহার না করে পুরাতন চাদর দিয়েই কিচেন অ্যাপ্রন নিয়ে ব্যবহার করুন।
  • পুরানো চাদর কেটে সেলাই করে জানালার পর্দা বানিয়ে ফেলতে পারেন। বৈচিত্র্য আনতে হলে কন্ট্রাস্ট কালারের বর্ডার দিয়ে দিন চারধারে।
  • পুরানো চাদর কোনা করে কেটে কেটে কিচেন টাওয়েলের বিকল্প হিশেবে ব্যবহার করতে পারেন। ঘর মোছার কাজেও ব্যবহার করযায়।
  • পুরানো চাদর বেশ কয়েক ভাজ দিয়ে ধার সেলাই করে পোষা প্রানীর গায়ে দেয়ার কম্বল বানিয়ে দিতে পারেন।
  • ঘর রঙ করা,পেইন্টিং করার সময় বা ক্রাফট বানানোর সময় ফ্লোর পরিষ্কার রাখার জন্য পুরানো চাদরকে ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করা যায়।
  • স্টোর রুমের ফার্নিচ ঢাকার জন্য পুরানো চাদর ব্যবহার করা যেতে পারে।
  • পুরানো চাদর কেটে ধারে সেলাই করে উপরে হ্যান্ডেল লাগিয়ে বাজারের ব্যাগ বানিয়ে ফেলুন। পলিথিনের ব্যাগ ব্যবহার না করে এই ব্যাগ অনেকবার নিতে পারবেন বাজারে।
  • পুরানো বিছানার চাদর ভাঁজ করে পাশে মাঝে সেলাই দিয়ে পা মোছার পাপোষ বানিয়ে নিতে পারেন। ময়লা হয়ে গেলে ধুয়ে নিতে পারবেন বার বার।
  • আয়রন টেবিলের কভার বানাতে পুরানো চাদর ব্যবহার করা যেতে পারে।
  • পিকনিকে গেলে মাঠে বিছানোর জন্য ব্যবহার করতে পারেন।
  • পুরানো চাদর কেটে সেলাই করে কোমরে ইল্যাস্টিক লাগিয়ে স্কার্ট বানিয়ে ফেলতে পারেন।
  • গাড়ি মোছার কাজে পুরানো বেডশিট ব্যবহার করতে পারেন।
পুরোনো চাদর নতুন করে ব্যবহার করলে আপনার অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি ঘরেও বৈচিত্র্য আসবে। এবার আপনার পছন্দের পুরানো চাদরটিকে তাহলে নতুন রূপে ব্যবহার শুরু করে দিন।
 

Source: http://www.priyo.com

1 comment:

  1. আপনার বাসাকে আরো সুন্দর করে সাজাতে আমাদের বেডশীট ব্যবহার করতে পারেন।
    www.homefashionbd.com

    ReplyDelete