Pages

Saturday, February 18, 2012

দাগ তুলবেন কীভাবে?

দাগ তুলবেন কীভাবে?




অসাবধানতাবশত তেল, কফি, চা, ঝোল পড়ে দাগ হয়ে যায়। সেই দাগ তোলা মুশকিল হয়ে পড়ে। কীভাবে দাগ তুলবেন তার সহজ উপায় নিয়ে লিখেছেন সুরাইয়া নাজনীন
তেল-ঝোল : রান্না করার সময় কাপড়ে তেল পড়ে গেলে ব্লুটিং পেপার দিয়ে অতিরিক্ত তেল শুষে নিয়ে প্রি-ওয়াশ স্টোন রিমুভার দিয়ে জায়গটা মুছে নিন। এরপর সেই কাপড়ের পক্ষে যতটা গরম উপযুক্ত ততটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। কার্পেটের ওপর তেল পড়লে প্রথমে অতিরিক্ত তেল টিস্যু পেপার দিয়ে মুছে নিন। এরপর বেকিং সোডা ছড়িয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। পরিষ্কার কাপড় ড্রাইক্লিনিং সলভেন্ট দিয়ে ভালো করে মুছে নিন। এতেও দাগ না উঠলে এক টেবিল চামচ সাদা ভিনেগার দুই কাপ গরম পানি মিশিয়ে ওই মিশ্রণ দিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন। তারপর ড্রাইক্লিন করিয়ে নিন। তরকারির ঝোলের দাগ পড়লে প্রথমে পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে অতিরিক্ত তেল তুলে ফেলুন। তারপর বাসন ধোয়ার ডিটারজেন্ট অল্প করে মাখিয়ে রাখুন দাগের ওপর। লেগে থাকা তেলের ভাব অনেকটা কমবে। দুই মিনিট পর আবার কিছুটা ডিটারজেন্ট মাখিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
কফি : কাপড় থেকে কফির দাগ তুলতে হলে কাপড় ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর কাপড় শুকিয়ে ড্রাইওয়াশ করে নিন। ফার কাভার বা টেবিলক্লথে কফির দাগ হলে লিকুইড হ্যান্ডওয়াশের সঙ্গে দুই কাপ ঠাণ্ডা পানি মেশান। ওই পানিতে এক টুকরো পরিষ্কার কাপড় ভিজিয়ে তা দিয়ে দাগের ওপর ঘষে নিন। দাগ থাকবে না। ছাড়া কফির দাগ তোলার জন্য লিকুইড ডিটারজেন্ট ভিনেগার একত্রে মিশিয়ে দাগের ওপর ব্যবহার করুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কার্পেটে চা বা কফি পড়ে গেলে এক টেবিল চামচ হ্যান্ডওয়াশ এক টেবিল চামচ সাদা ভিনেগার দুই কাপ কুসুম গরম পানিতে মেশান। ওই মিশ্রণ দিয়ে জায়গাটা ধীরে ধীরে মুছে নিন।
সস : জামাকাপড়ে সস পড়ে গেলে অতিরিক্ত সস ঝেড়ে ফেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কার্পেটের ওপর সস পড়লে দুই কাপ কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লিকুইড হ্যান্ডওয়াশ মেশান। তারপর পরিষ্কার কাপড় ওই মিশ্রণে ডুবিয়ে সসের জায়গা মুছে নিন। এতেও দাগ না উঠলে এক টেবিল চামচ অ্যামোনিয়ার সঙ্গে কাপ কুসুম গরম পানি মিশিয়ে দিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন। তারপর আবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
কালি : সাদা কাপড়ে কালির দাগ শুকিয়ে গেলে ফুটন্ত গরম পানিতে এক টেবিল চামচ লবণ বা লেবুর রস মিশিয়ে মিশ্রণটিতে কাপড় ভিজিয়ে রাখুন। ফলের রসের দাগের ওপর লবণ ছড়িয়ে দিন। অতিরিক্ত লিকুইড শুষে নেয়। তারপর ঠাণ্ডা পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। ঝকঝকে করতে চাইলে কালার সেফ ব্লিচ ব্যবহার করতে পারেন।
নেলপলিশ : নেলপলিশের দাগের ওপর নেলপলিশ রিমুভার লাগিয়ে জায়গাটা ভিজিয়ে রাখুন। তারপর এক চা চামচ পি-এইচ ব্যালানসড ডিটারজেন্ট পাউডার এক কাপ গরম পানিতে মিশিয়ে কাপড় ডুবিয়ে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন।

 

No comments:

Post a Comment